সুবর্ণজয়ন্তীতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ অধিবেশনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। 

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেন। তিনি আগামীকাল ৭ এপ্রিল ভাষণ দেবেন।

জানা গেছে, বিশেষ অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা থেকে শুরু করে এ পর্যন্ত ঐতিহাসিক বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপন করবেন। পরবর্তীতে এর ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। 

আগামী ৯ এপ্রিল এ বিশেষ অধিবেশন সমাপ্ত হতে পারে। 

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জাতির পিতা ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা। প্রথম জাতীয় সংসদের ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।

ঢাকার তেজগাঁওয়ে তৎকালীন জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। সেই হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ আগামী ৭ এপ্রিল অর্ধশত বছর পূর্ণ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //