একবছরে বিদেশ গেছে ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ কর্মী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গমন করেছে।

আজ সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ এ (১৫ জুন ২০২২ পর্যন্ত) ৯ লাখ সাত হাজার সাতজন কর্মী বিদেশে গমন করেছে। চলতি অর্থবছরে গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছে।’

সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, ‘জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //