ভাইরাসকবলিত উহান শহর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৯ পিএম

আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৫ পিএম

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে এবং এতে আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। 

এতে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আজ রবিবার ফিলিপাইনে। 

ভাইরাসটির উৎপত্তি হয়েছে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। এছাড়া চীনের ৩১টি প্রদেশের সবগুলোতে ও বিশ্বের অন্তত ২০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

এরপর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে বেশ কিছু দেশ। ভাইরাসের বিস্তার ঠেকাতে উহানের সব গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //