ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশ উঠছে না চট্টগ্রামে। তাই দামও বাড়তি।
বড় আকারের ইলিশ নগরের পাইকারি বাজার ফিশারিঘাটে বিক্রি হচ্ছে ১২শ' থেকে ১৫শ' টাকা কেজি দরে।
ছোট ইলিশও মিলছে না ৫০০ টাকার নিচে।
বিক্রেতা ও মাঝিমাল্লাদের আশা আর মাসখানেক পর থেকে ইলিশে উপচে পড়বে বাজার। দামও কমবে।