অযত্ন আর অবহেলায় প্রায় বিলিন হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল। তিতাস নদী থেকে উৎপত্তি হওয়া ৪.৮ কিলোমিটারের টাউন খালকে ঘিরেই গড়ে উঠেছিল এই শহরের প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র।
অথচ সেই খালই এখন অস্তিত্ব হারিয়ে বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন অংশে কচুরিপানা জমে খালে পানির দেখা মিলে না।
বছরের পর বছর পার হলেও খালটি রক্ষায় পুঃন খনন বা সুপরিকল্পিত উদ্যোগ না নেয়ায় খালের বেশীরভাগ অংশ ভরাট হয়ে গেছে। আর যাও অবশিষ্ট রয়েছে তাতেও বর্জ্য ফেলে ভরাট হওয়ার পথে। আর এতে করে এক শ্রেণীর ভূমিদস্যুরা সুযোগ বুঝে নানাভাবে খালের অংশ দখল করছে।