নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের পাশে নিজ বাড়িতে তনিমা আফরিন গড়ে তুলেছেন বিশাল আকৃতির ছাদ বাগান।
সাংসারিক কাজের পাশাপাশি এই শখের বাগান থেকে প্রতিবছর ইনকাম করছেন লক্ষাধিক টাকা। শখ থেকেই মূলত সেই বাগান করা শুরু। সেখান থেকে নেশা। আর এখন পেশা। অল্প সময়ে মিলেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।
এই বাগান মালিক তনিমাকে দেখে নড়াইল শহরে গড়ে উঠেছে ছোট বড় অন্তত শতাধিক ছাদ বাগান।
তনিমা ইতোমধ্যে নড়াইলের ছাদ বাগান মালিকদের মডেল হিসাবে খ্যাতি অর্জন করেছে।