গণভবনের দেয়ালে দেয়ালে এখনও জুলাই বিক্ষোভের ছাপ স্পষ্ট। শেখ হাসিনার পতনের পর সেখানে ঢুকে দেয়ালে প্রতিবাদের ভাষা লিখে আসেন আন্দোলনকারীরা।
উপদেষ্টাদের নিয়ে সোমবার গণভবন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পর জনরোষে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গণভবনকে দ্রুত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি গণভবন পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানকে দিকনির্দেশনা দেন।
ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে ছাত্র-জনতার গণআন্দোলনে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গণভবনের লেক পাড় পরিদর্শন করেন।