দেশে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার রাজধানীর বাদামতলী বাজার।
কাকডাকা ভোরে এই বাজারে শুরু হয় বেচাকেনা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলার ও ট্রাকে করে ফল আসে বাদামতলী ঘাটে।
দেশীয় ফলের পাশাপাশি আমদানি করা ফলও বিক্রি হয় এ বাজারে।
রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে ফল যায়।
আমদানিকারক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত ফল পৌঁছতে পাঁচ থেকে ছয়টি হাত বদল হচ্ছে।
নিয়মিত পাইকারি ব্যবসা করলেও ব্যবসায়ীদের বেশির ভাগেরই নেই কোনো ট্রেড লাইসেন্স।