শীতের আগমনে বাংলাদেশের বৃক্ষশোভিত উদ্যানের কাছাকাছি জলাশয়ে পরিযায়ী পাখির আসা শুরু হয়। মাঘের শেষ পর্যন্ত থাকে তাদের এই পদচারণ। গাছপালায় ঢাকা সবুজ প্রকৃতি আর পাখির খাদ্য ও বসবাস উপযোগী জলাশয়গুলোও যেন বরণ করে নেয় অতিথি পাখিদের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুরে ফুটেছে লাল শাপলা।
শীতকালে ক্যাম্পাসের জলাশয়গুলোই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অতিথি পাখিদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়।
ছুটির দিনগুলোতে অতিথি পাখি ও লাল শাপলা দেখতে ছুটে আসে অনেক পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীরা।