বিভিন্ন দিবস ও উপলক্ষ ঘিরে সারা বছরই গোলাপ ফুলের চাহিদা থাকে। বিক্রিবাট্টাও ভালো। এ কারণে চাষিরা গোলাপ ফুল চাষে বিশেষ মনোযোগী থাকেন। সাভারের বিরুলিয়ায় গোলাপগ্রামে চলছে ফুলচাষিদের ব্যস্ততা। প্রতিদিন বিকেলে ক্ষেত থেকে ফুল তোলেন চাষিরা। সন্ধ্যায় হয় পাইকারি বিকিকিনি। বিক্রির উদ্দেশ্যে এক চাষি বাগান থেকে গোলাপ তুলছেন। সুন্দর গোলাপ তোলার পর বাঁধা হচ্ছে আঁটি। মাথায় গোলাপ নিয়ে এভাবেই বাগানে তোলা হয় গোলাপ।
সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অনেকেই দলবেঁধে ঘুরে বেড়ান গোলাপের বাগানে।
গোলাপ রাজ্যে নিজেদের মুখচ্ছবি ক্যামেরাবন্দি করতে ভুল করেন না কেউ।
এক চাষি বাগান থেকে গোলাপ তুলছেন।
গোলাপ গ্রামে বেড়াতে এসে বাগান থেকে ফুল কেনাও যায়।
গোলাপের বাগানে ছবি তোলছেন এক নারী।
গোলাপ ফুল বাজারে নিয়ে যাচ্ছেন এক তরুণ।