খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দেশের চার্চগুলো। এই উৎসবের জন্য প্রস্তুত রাজধানী ঢাকা। মঙ্গলবার প্রস্তুতি দেখতেও ছোটদের নিয়ে এসেছেন কেউ কেউ। বড়দিনে যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করতে ঢাকার কাকরাইল চার্চে শিশু যিশু খ্রিস্টর প্রতিকৃতি দিয়ে সাজানো হচ্ছে গোয়াল ঘর। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মায়ের কোলে শিশু যিশু খ্রিস্টের প্রতিকৃতি।
যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করতে ঢাকার কাকরাইল চার্চে শিশু যিশু খ্রিস্টর প্রতিকৃতি দিয়ে সাজানো হচ্ছে গোয়াল ঘর।
ঢাকার কাকরাইল চার্চে যিশু খ্রিস্টের প্রতিকৃতি।
বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দেশের চার্চগুলো।