যতবার যোগ চিহ্নে হাত রাখি

যতবার যোগ চিহ্নে হাত রাখি, হামলে পড়ে বিয়োগের বাঘ। সেইভ বাটন স্পর্শ করি পরম মমতায়, ডিলিট হয়ে যায় সব। কী আশ্চর্য, ডিলিট হয়ে যায় সব!


রৌদ্রের রক্তচক্ষু দেখে আঁকড়ে ধরেছি ত্রিকালদর্শী বটবৃক্ষ শাখা। এখন প্রমত্ত পদ্মার জলে শ্যাওলার মতো সমূল ভেসে যাচ্ছেন তিনি!


তুমি বলো, কিছুই অনর্থক নয়। ফেলানি, তবে তুমি কাঁটাতারে ঝুলতে থাকো। তোমার এই ঝুলে থাকা অর্থহীন নয়! ত্বকী, লখিন্দরের মতো তুমি ভাসতে থাকো শীতলক্ষ্যায়। তোমার এই ভেসে থাকা অর্থহীন নয়!


আমি ততক্ষণ জুয়েল আইচের জাদু দেখি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //