মায়া

মোমবাতি জ্বালিতে যখন কাঁদো; ফড়িংয়ের দুঃখগুলো একা,

তুমি অপঠিত কবিতার চেয়েও নিবিষ্ট চাঁদ,

আহ! ফড়িং আর তুমি কেমন এক কলসি জলে ফেল পা,

তাবৎ এই করাতকলের দিনে তুমি, আমি, সে- বড্ড আনকোরা।


নগরের চিল যখন আকাশ ছেড়েছে তোমার টানে

বুঝে গেছি- তুমি কতটা অমীমাংসিত, অপাঙ্ক্তেয়।

সবুজ সংকেতের ভেতর দিয়ে যাওয়া শৈশবী প্রেমের হুল বিঁধে

আড়ষ্ট বেদম অকালপক্বের মত- সুখী থাকার অসুখ যখন ভুলে বসি;

তোমার প্রেম তখন পোড়াতে থাকে নিবিড়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //