চার্লস বুকোস্কির কবিতাত্রয়ী

কবিতা ও গদ্যে আমেরিকার শ্রেষ্ঠ সমসাময়িক লেখক চার্লস বুকোস্কি (১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪) জন্মগ্রহণ করেন জার্মানিতে। বাবা আমেরিকান সৈনিক, মা জার্মান নাগরিক। বয়স যখন দুই বছর তখন তাকে নিয়ে আসা হয় আমেরিকায়। বেড়ে ওঠা শহর লস এঞ্জেলসের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবেশ বুকোস্কির লেখায় প্রভাবিত এবং দরিদ্র আমেরিকানদের সাধারণ জীবন, লেখার নমনীয়তা, এলকোহল, নারীদের সাথে সম্পর্ক ইত্যাদি তীব্রভাবে প্রকাশিত। হাজার হাজার কবিতা, কয়েক’শ ছোটগল্প এবং ছয়টি উপন্যাস লিখেছেন, প্রকাশ করেছেন ষাটেরও বেশি সংখ্যক বই। লস এঞ্জেলসের আন্ডারগ্রাউন্ড নিউজপেপার ওপেন সিটিতে ‘নোটস অফ এ ডার্টি ওল্ড ম্যান’ নামে কলাম লিখতেন। এ কলামের জন্য এফবিআই একটি ফাইল খোলে আর নজর রাখে তার ওপর। সচরাচর জীবনযাপন আর সাহিত্যের মধ্যে একটা আড়াল থাকে। বুকোস্কি সেই আড়াল রাখেননি। তাই তার সাহিত্য পড়তে হবে তথাকথিত ভদ্রলোকি লেবাস, মধ্যবিত্ত ব্যারিকেড কিংবা মুখোশ থেকে বেরিয়ে এসে। বুকোস্কির অনেক কবিতাই ভাষান্তরিত হয়েছে। সম্প্রতি তার অপ্রকাশিত কিছু কবিতার স্বাদ দিতে- জাগতিক প্রকাশন থেকে ‘সোজা তোমার কবরে যাও’ নামের প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থ থেকে একগুচ্ছ কবিতা এখানে প্রকাশ করা হলো। ‘সোজা তোমার কবরে যাও’ গ্রন্থটির কবিতাগুলো ভাষান্তর করেছেন- কায়েস সৈয়দ

আয়না

নারীরা আমার সাজসজ্জার আয়নায়
অনেক অনেক নারী আমার সাজসজ্জার আয়নায়
চুল আঁচড়ায়
ঝুঁটি বাঁধে
আমি আয়নাতে তাকাই তাদের চোখে
যেনো তারা তাকিয়ে আমারই দিকে
প্রসারিত বিছানায়
আমি প্রায় সবসময়
বিছানাতেই, প্রিয় জায়গা

পুরনো প্রেম অথবা সম্পর্ক
থামো
খুব বিষম মনে হচ্ছে
কিন্তু আগমন
নতুন প্রেম
নতুন সম্পর্ক
সৌভাগ্য

নির্জনতা যদিও ভালো
তবুও অপূর্ণ বলে মনে হয়
একাকীত্ব

আয়নাতে এই সব মুখ
আমি তাদের স্মরণ করি
অনুভূতি ও অনুরসের পুষ্প
বেশির ভাগ সময়ে আমার সাথে
ভালো ব্যবহারই করা হয়েছে

নারীরা এখন
অন্য আয়নাগুলোর সামনে
পুরুষদের বিছানায় প্রসারিত
আমি নিশ্চিত-
কথোপকথন অথবা
নীরবতা, শিথিলতা

অন্য নারী ব্যবহার করে
এখন আমার আয়না
নাম লিন্ডা লি
আমার দিকে তাকিয়ে দেয় হাসি
আমি সাদাকালো জাপানি সুখি জামা পরে
হয়তো সে থাকবে আমার আয়নাতে

এক.
ওহ, যার জন্য বাজে মৃত্যুঘণ্টা ক্ষমা করো আমায়
ওহ, যে মানুষ হেঁটেছে জলের উপর ক্ষমা করো আমায়
ওহ, অচ্ছুত বৃদ্ধ যে বাস করে একটি জুতোয় ক্ষমা করো আমায়
ওহ, গর্জন করা মধ্যরাতের পাহাড় ক্ষমা করো আমায়
ওহ, রাত দিন আর মৃত্যুর বোবাকান্না ক্ষমা করো আমায়
ওহ, সর্বশেষ সুন্দর প্যানথারের মৃত্যু ক্ষমা করো আমায়
ওহ, সমস্ত ডুবে যাওয়া জাহাজ আর পরাজিত সেনাবাহিনী ক্ষমা করো আমায়
এটি আমার প্রথম ফ্যাক্স কাব্য
দেরি হয়ে গেলো খুব
ক্ষতি হয়ে গেলো আমার
ওহ, যার জন্য বাজে মৃত্যুঘণ্টা ক্ষমা করো আমায়
ওহ, যে মানুষ হেঁটেছে জলের উপর ক্ষমা করো আমায়
ওহ, অচ্ছুত বৃদ্ধ যে বাস করে একটি জুতোয় ক্ষমা করো আমায়
ওহ, গর্জন করা মধ্যরাতের পাহাড় ক্ষমা করো আমায়
ওহ, রাত দিন আর মৃত্যুর বোবাকান্না ক্ষমা করো আমায়
ওহ, সর্বশেষ সুন্দর প্যানথারের মৃত্যু ক্ষমা করো আমায়
ওহ, সমস্ত ডুবে যাওয়া জাহাজ আর পরাজিত সেনাবাহিনী ক্ষমা করো আমায়
এটি আমার প্রথম ফ্যাক্স কাব্য
দেরি হয়ে গেলো খুব
ক্ষতি হয়ে গেলো আমার

সোজা তোমার কবরে যাও

কেউ গ্রাহ্য করে না
সত্যিই কেউ গ্রাহ্য করে না
তুমি জানো না?
তোমার মনে নেই?
সত্যিই কেউ গ্রাহ্য করে না

এমনকি এই পদক্ষেপগুলো
হাঁটছে কোনো দিকে
কিন্তু যাচ্ছে না কোথাও

তুমি হয়তো গ্রাহ্য করতে পারো
অথচ গ্রাহ্য করে না কেউই
এটাই জ্ঞানের প্রথম পদক্ষেপ
এটা শিখো

এবং কারও গ্রাহ্য করতে হবে না
কারও গ্রাহ্য করার কথাও না
যৌনতা ও ভালোবাসা
পায়খানার মতো ফ্ল্যাশ করা

কেউ গ্রাহ্য করে না
এটা শিখো

অসম্ভবকে বিশ্বাস করা হলো
ফাঁদ
আস্থা হত্যা করে

কেউ গ্রাহ্য করে না
আত্মহত্যাকারী, মৃত
দেবতা কিঙবা জীবিত

সবুজের কথা ভাবো গাছের কথা ভাবো জলের কথা ভাবো
ভাগ্য এবঙ এক ধরণের গৌরবের কথা ভাবো
তবে নিজেকে ছেঁটে ফেলো
দ্রুত এবং শেষ পর্যন্ত
ভালোবাসার উপর নির্ভর করা
অথবা অন্যের ভালোবাসার আকাঙ্ক্ষা করা
কেউ গ্রাহ্য করে না

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //