স্বদেশ আমার বিস্ময় বিশ্বের

প্রতিটি দেশের মতো নয় আমার স্বদেশ


লালন হাছন-ভাবসংগীতের সযত্নে লালিত

একতারা দুতারায়

গান গেয়ে বেড়ায় বাউল সাধুসঙ্গে

উৎসবে পার্বণে

ভাটিয়ালি ভাওয়াইয়া ভাটিতে উজানে

জলে আর স্থলে

যা ছিল নৌকা ও গরুর গাড়ির

মাঝিমাল্লা ও গাড়িয়ালের


আমাদের ভাবনা ও আবেগে

লোকায়ত সংগীতের সুর যোগসূত্র গেঁথে দেয়

পরস্পরে

ঐতিহ্য জোগায় শক্তি প্রাণে

এ সুরে বাংলার মাটি বাঙালির মর্মবাণী

ছড়িয়ে পড়েছে আবহমান বাংলায়,

বাংলাদেশে, পৃথিবীর বুকে।

নদী-নালা, খাল-বিলে ভাগ হওয়া

সুবিস্তৃত শ্যামল মাঠ ও ঝাড়জঙ্গল

এমন দেশের মতো স্বদেশ বিশ্বের বুকে

কমই আছে।


তারপরও এইতো সেদিনের কথা তখন সাম্প্রদায়িক

বিদ্বেষ ও রেষারেষিতে পরিপূর্ণ ছিল

বিবর্ণ স্বদেশ আমার দেশভাগে

বাঙালি হারায় তার মরমি হৃদয়

বিশ্বস্ততা চব্বিশটি বছর


বিশ্বস্ত নেতার ছায়াতল খুঁজে নিয়ে স্বদেশ দাঁড়ায়

ঘুরে, বঙ্গবন্ধু শুনান আশার বাণী;

গড়ে দেন স্বাধীন স্বদেশ,

ধর্ম যার যার পালনে প্রকাশ তার

ব্যবহার হবে না কখনো উদ্দেশ্য সাধনে


স্বদেশের বুকে এই বাণী হয়ে ওঠে রাজনীতির বাইরে রাখার মন্ত্র

এই মন্ত্র ছড়ায় বিশ্বেরও বুকে।


যে স্বদেশের আছে জাতির পিতার

রেখে যাওয়া শান্তি ও সম্প্রীতি

এমন স্বদেশ আগামীও গড়বে ঐতিহ্যে পরস্পরের যোগসূত্রে

জাগাবে বিস্ময় বিশ্বে বিস্মিত হওয়ার কিছুই নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //