ক্রুদ্ধ হয়ে আছ, এই বৈশাখে

ক্রুদ্ধ হয়ে আছো। তোমার ক্রোধের আগুনে 

তেতে আছে পথের বাতাস, মাঠ-ঘাট

যারা বসে ছিল বৃক্ষের ডালে ডালে পাতা হয়ে

উড়ে চলেছে শুকনো ডানায়।


তোমার ডানার নিচেই তারা বাঁচি।


তোমার ডানার নিচেই কাটাই মুগ্ধ বসন্ত, বিরহ-শ্রাবণ

নিদারুণ মাঘ

তুমি আগলে রাখ ঝড় আর ঝঞ্ঝার দিনে

খরতাপে, চৈত্রে।


আজ ক্রুদ্ধ হয়ে আছ, উন্মাদ হয়ে আছো।


তোমার ক্রোধে ছিটকে পড়ছে তোমার সন্তান-সন্ততিরা

দিগ্বিদিক, হা হা ছুটছে জনেরা জলের খোঁজে


ক্রুদ্ধ হয়ে আছো, এই বৈশাখে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //