কাজী জাহেদ ইকবালের তিনটি কবিতা

মেঘ বন্দনা 

একটু একটু করে গলে যাই
ভিজে যাই ভুলের বরষায়
অতঃপর, সে আসে আশীর্বাদ হয়ে
এক ক্রান্তিকালে মেঘের মত
স্নিগ্ধ সৌম্য শান্ত রূপে। 
মেঘবালিকা!
সে তো কবিতার অনুষঙ্গ!
নেমে আসে অঝর ধারায়
সবুজের পাতাজুড়ে। 
ভিজে যাই গলে যাই
হঠাৎ মেঘের অমৃত ধারায়!

চে  

লক্ষ-কোটি উর্ধ্ববাসে এক শ্মশ্রুমণ্ডিত প্রতিকৃতি!
তারুণ্যের স্পর্ধিত বুকের ভেতরও সে জ্বলে!
পুঁজিবাদী-বিপ্লবীকে আন্দোলিত হয় নি!
কে দুলে ওঠেনি তাঁর প্রতিরোধ আখ্যানে!
দুনিয়ার সব অধিকারের লড়াই 
সব অবিচারের বিরুদ্ধে তাঁর হাজিরা!
চুরুট হাতে অশরীরী রোমান্টিক হিরো
আর্নেস্তো চে গুয়েভারা!

পুরনো গল্পটা

একটা পুরনো গল্প ছিল, মেঘবতী!
অনেক দিন রাখা আছে মনের তাকে; যত্নে!
দিন যায়, মাস- বছর যায় ধুলো জমে,
আবার ধুয়ে রাখি নীল জলে নীরবে
তুমি জানো না সে তাকে শুধু গল্পটাই আছে 
একা গৌরবে অরুন্ধতীর মতো!
ফিরে ফিরে আসুক সে ক্ষণ 
অরুণাভের মতো উজ্জ্বলতা নিয়ে
আমি অমরত্বের জলে ধুয়ে দেব
সময়ের সবগুলো দাগ!
তুমি নির্বিঘ্নে পঞ্চাশ পেরিয়ে এসো!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //