যাপন

উপকূল পাপ ছুঁলে মদও মাতাল হয়; আদি আকাক্ষায় হেঁটে যায় জীবন। সুর-শৃঙ্গারে 
প্রকৌশলী প্রাক্তন মন⎯ খোঁজে জল-জন্মের ত্রিভূজ ভূমি! জুয়াড়ির হাত থেকে খসে পড়া 
রুইতনের শেষ গোলামের মতন প্রেম নামে গোপন হৃদয়ে। তারপর রাত্রি; রাতের গভীর
আঁধার! ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতিতে মৃত্যুর পতঙ্গ খেলা। অনেক ঘুমের পরে জেগে 
আছি একা আর তুমি বিনির্মাণ করো কান্না⎯ তীব্রভাবে এলোমেলো হয় স্বেচ্ছামৃত্যুর অধিকার, 
বুদ্ধের ধ্যানী চোখও একবার দেখে নেয় গৃহস্থ সুখ। নিসিন্দা ফুল আবেগের মাধুর্যে উন্মুখ। 
উনুনে ক্ষুধা জ্বলে⎯ অনলের অধিক আগুনে পোড়ে এক খণ্ড অচেনা অনুভূতি... 

অতঃপর তুমি-আমি-আমরা এক সাথে একা⎯ একমাত্র এবং শুধুমাত্র একা!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //