নিঃসঙ্গ নিকেতনহীন

অনিকেত নিঃসঙ্গ মানুষ আমি, সমুখের একমাত্র ধ্রুবতারা 
সুন্দরের পথ সাধনার পথ-তোমার জন্য হে সত্য সুন্দর 
নিজেকে নিগড়ে বাঁধিনি, সাধারণ জীবননদীতে ডুবে আছি-
যে বহমান ধারা আমারই মতো সুন্দর।

পৃথিবীতে সে ধারাকে অবজ্ঞা করে, যদি ঢিল ছোঁড়ে-
তবে সে স্রোতস্বিনীর স্রোত কষ্ট পাবে না-মুক্তা ছড়াবে 
হৃদয়ের ধানমাঠে। এই তো একা আমি-শুধুই একাকী
নির্বাসিত জীবন- তোমরা তা বিশ্বাস করো কিনা জানি না। 

তবে আরও জেনেছি জীবনপাঠের ঝুলিতে শুধুই শূন্যতা- 
যে শূন্যতার শুরু আছে শেষ নেই, দূরে দৃষ্টি মিলিয়ে দেখি 
আগেও শূন্য ছিলাম-ফিরেও যাচ্ছি সে অশেষ শূন্য পথে
যে পথে শুধ আছে যাতনাময়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //