অদ্বৈত মারুত-এর দুটি কবিতা

মাঘ সংক্রান্ত

ঘন সন্ধ্যা আসে এই মাঘ মাসে ঘরভর্তি শীত
উভয়ের গেলাপে ঢুকে কত না দেখায় পিরিত।

আমরা এক হয়ে রই বুনিয়াদি দু’ঠোঁট কাঁপাই
আমরা পরস্পর মুখোমুখি দুই হৃদয়ে দাপাই।

হিসাবের সমন্বয় নেই মনে- কারো সংসারে
পুঁইফলে এঁকে নিই চড়ুই- পাতা বারে বারে

চুলো আগুন রাখে পেটে; গরমের কলকব্জায়
মুখস্ত ধান বুনি জলমাতালে; কুয়াশা-শয্যায়।

ঘাসের গায়ে পা- আমরা যুগল হয়ে হাঁটি
পায়ে পায়ে উঠে আসছে পৃথিবীর ঘন সন্ধ্যার শীতমাটি!

মাঘের পঙ্ক্তি

নদী বয়ে যায় ঢেউ তুলে তুলে
পাখি গান গায় ডানা দুলে দুলে

নরম শিশির নামে কচি কচি ঘাসে
বৃক্ষরা নড়ে-চড়ে বাতাসে বাতাসে।

এখন মাঘের দিন হিম হিম- কুয়াশা
এখন ধুলোর দিন ধোঁয়াশা ধোঁয়াশা

আরক্ত নয়ন কারো মাঘে আরও ঘন
শীতঘরে তালা দিয়ে রাখে তার মনও।

অথচ আবাদ চাই- নিষ্পাপ তারা রাতে
বেদনার আনারস তেতে উঠুক মধু-সংঘাতে

খলবল করে উঠলে উঠুক রুই সরপুঁটি
আগন্তুকের করাত চোখ দেখুক ভ্রুকুটি।

এখন মাঘমাস, ক্ষেতে তাজা তাজা ঘাস...

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //