স্মৃতির দরোজা

স্মৃতির দরোজাখানা ভেঙে পড়ে অমোঘ কুঠারে।

অভিমান বুনে-বুনে আজ আর জিততে চাই না—
তাই এই হাট হয়ে যাওয়া;
পাট ভেঙে একবার পড়ে-ফেলা শাড়ি
রেখে দিলে জলে যাবে, 
রোদে দিলে জ্বলে যেতে পারে...

ছায়া তাও সঙ্গ নেবে,
কিছু মায়া ঘিরে থাকবে বাড়ি,
দুলে উঠবে মধ্যবর্তী জলের আয়না—
মুখচ্ছবি ছিঁড়ে-নেওয়া একরাশ পাতার হাওয়ায় 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //