কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত

আমার আকাঙ্ক্ষারা অনাকাঙ্ক্ষিত গন্তব্যে প্রতিদিন
মুখ থুবড়ে পড়ে থাকে গন্তব্যবিহীন, তাই
আমি আমার আকাঙ্ক্ষাগুলোকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে চাই
আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা যে  আকাঙ্ক্ষাগুলো রেখে গেছেন।

আমাদের জন্যে
আমি বারবার তার কাছে ফিরে যেতে চাই
আমাদের মুক্তিযোদ্ধারা চার স্তরবিশিষ্ট যে বসতবাটি তৈরি করেছিলেন
আমি তার শান্তিছায়ায় নিজেকে বহন করে নিয়ে যেতে চাই
প্রাণখুলে কথা বলতে চাই বজ্রকণ্ঠের মতো সুউচ্চ মিনারে দাঁড়িয়ে
বলতে চাই, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ মানে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমি তাঁর হাতেগড়া শীতল সংবিধানের ছায়াতলে দাঁড়িয়ে
জুড়াতে চাই তাপদগ্ধ হৃদয়ের দহন।

কিন্তু আমাকে সেখানে যেতে দিচ্ছে না কিছু দৈত্য-দানব
রাজাকারের মতো জিহ্বা বের করে বারবার চেটে নেয় শান্তির নির্যাস
আমি তাই আবারও হাতে তুলে নিয়ে যেতে চাই
জয় বাংলার মতো বজ্রনিনাদ
নিশিদিন , নিশিরাত হামাগুড়ি দিয়ে হেঁটে যেতে চাই
গেরিলা মুক্তিযোদ্ধার মতোন-
শত্রু-নিধনের স্থিরবিন্দু যেখানে লক্ষ্যস্থল-
সেখানেই পৌঁছে যাবো আমি, আমরা, আমাদের স্বদেশ
স্বদেশের মাটিকে মুক্ত করবো আমরা, আমাদের মতন করে
তারপর বিশ্বের বুকে বাড়াবো হাত
হাতে হাতে গড়ে নেবো শান্তির আবাস, স্বপ্নের স্বদেশ
স্বদেশের বুকে থাকবে না কোনোদিন, কোনো রাজাকার
অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাও এখানে থাকবে না কোনোদিন ।

সমাপ্ত হবে অসমাপ্ত বিপ্লব
তারপরও হেঁটে যাবো পথ
পথের সন্ধানে নতুন সাম্যবাদ-মুজিববাদ...

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //