শিমুল সালাহ্উদ্দিনের গুচ্ছ কবিতা

১.ঘুম
চোখ থেকে বেরুলো দুটি হাত
ঘু মি য়ে ছে তা রা

চোখের ভেতরে সারারাত

২. গদ্যছন্দে রাতবৃত্তান্ত

জগতে রাত্রি কাটিয়া গিয়া ভোর হইতেছে। জানালায় আলোর সুষমা।
পশ্চিমাকাশের মেঘে সোনার সিংহের ধড় ক্রমশ গলিয়া যাইতেছে আলোয়।
যেমন একদিন, তোমার মুখ, গলিয়া ঝরিয়া পড়িলো, মৃদু টুপ
আওয়াজহীন ঠাণ্ডান্ধকার কুয়ার জলে, অনামা বৃষ্টিফোটার মতোন।
জানো, এই জন্যেই, এই জগতের সমস্ত ভোর রাত্রির দিকে ধায়।

৩. মাৎস্যন্যায়

নিজেকে বড় মনে করা একটা মাছ মনে করলো সে-ই সবচেয়ে
বড় মাছ। তারই অধিকার সব ছোট মাছ খেয়ে ফেলার। তাই ছোট মাছ
ভেবে আশপাশের সবাইকে খেয়ে ফেললো।
খেয়ে ফেলে দেখলো- যে প্রজাতির মাছ সে খায় না, খাওয়ার যোগ্য মনে
করে না, তারা কাঁটা-ফুলকা ফুলিয়ে দূরত্ব বজায় রেখে চারপাশে ঘুরছে আর কেমনে
যেন তাকাচ্ছে! মাঝে মাঝে আবার ঠোকরের ভয় দেখাচ্ছে। বড় মাছের
ঘুম হারাম হয়ে গেলো; বেড়ে গেলো হাইপারটেনশন, ওজন ক্রমাগত
কমতে থাকলো।
একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো আরেকটা তার চেয়ে বড় মাছ
তাকে গিলে ফেলতে এগিয়ে আসছে।
সে কেবল দেখলোই, ভেবে অ্যাকশন নেওয়ারও সময় পেলো না! 

৪. অবশ্যনিয়তি

এই মুহূর্তে
পৃথিবী স্থির হয়ে গেলে
এই জল হাওয়া আকাশের ঘ্রাণ
থিতু হয়ে গেলে,
এমন নিবিড় করে
চিরদিন তোমাকে পাওয়া যেতো
এই বৈঠার ঘা, ছলাৎ ছলাৎ
স্থির হয়ে গেলে,
থির হয়ে গেলে মৃদু অন্ধকার
তুমি কখনো বলতে পারবে না
একদিন বিচ্ছেদ আসবে।
অথচ চিলের ডানা চঞ্চল
পৃথিবীর কিছুই থামে না।

৫. পুড়ে যাচ্ছে নদী

নদীবিধৌত বিশাল এক ফসলের প্রান্তর। মাঝখানে একটা মাত্র একলা গাছ।
অশ্বত্থ। দূরে গ্রামরেখা। আরও দূরে পিঁপড়ের মতো মানুষের চলাচল।
সেইখানে গেছি, তুমি আর আমি। স্বপ্নের ভেতরের এক স্বপ্নে।
দেখলাম- অশ্বত্থামির সামনে তুমি, প্রান্তরের পাশে নদী হয়ে রোদে খা খা করছো।

৬. প্রার্থনা

এই ভাষা কপট, ছলনাময়, ধ্বংসাশী—
বাক্যে কি আর বাজানো যায় অনুভব-সুর-বাঁশী!
যদি কেউ ভালো থাকে যদি,
যদি কেউ কোথাও সংসারে—
বেঁচে থাকে যদি, তার হাত যেনো
মৌ মৌ রূপশালী ধানে ওঠে ভরে—
আজ,
তুচ্ছ খুশিতে ছোটে যেনো তার
হা-হা ঘূর্ণি অট্টহাসি।
যদি কেউ সুখী হয় যদি, আমি শুধু বয়ে যাবো একা
কুঁকড়ে ওঠা রাত ময়লা বিছানায় একা,
বর্ষায়-দুফানে, বিস্রস্ত রোদ্দুরে কামিনীর
উদ্দাম ইচ্ছার মতো একা; নিস্তরঙ্গ নিরবধি।
এড়িয়ে আমার ভাষা, তবু সে সুখী হোক, সুখী হয় যদি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //