নির্মাণ

যার সূচনা হয়নি বনগুলোয় অসংখ্য ভাস্কর্য পতন দিয়ে গড়া
সেই পথে যাযাবরদের অসম্ভাব্যতার ইতি ঘটেছিল
আকাশে বিস্তৃত জীবন সমরে ডালহীন গাছে পাখিরা ফুলের রেণু

চিহি চিহি চিহি চিহি ওই শব্দ সম্ভাব্যতার বিজয়ে
হাওয়া অভেদ্য চোখের আমাকেও রুপন করেছে
সংস্কৃতিকেও বুকের আমিত্বে ত্রস্ত সিন্দুকে
সমর ঢেউগুলোতে চিহি চিহি চিহি কড় কড় শব্দভাঙা ইন্দ্রিয় সমূল
সবই ওই ওই শুভ্রপাথর নোয়ানো ধাপে
যে কেটেছিল অপরিণাম সেই শ্রম।
পাতাহীন গাছে শব্দগর্ভে হাওয়া ওই ক্ষতের পাহাড়
ফুল অজস্র অনাম খাঁজকাটা ফুলে
ব্যর্থতার সাথে আমাকে অভাব চিহি চিহি কড় কড় শব্দের ভেতর
মূক হাওয়া ওই পত্রহীন গাছে ফুল।

২.

আবারও যেখানে সবকিছুর সূচনা হয়
তাকে ভুলে যায় সূর্য
সেই পাথরে কুরক কুরক ত্রহি ত্রহি
পাহাড়-বৃষ্টি-দ্ব্যর্থতা।
অন্যের মুখে বন্ধুর মুখ
নারী নবীদের ডাকে রানী কুকুর ওই উন্মুত্ত
ভবিষ্যতে হারানো জমিন সূর্যোদয়ে তার
তারার বলয়ে কাঁদে, একার আত্মাকে
শবরের নামহীন হাতে ঝরে যাওয়া
বাতাস ঘূর্ণিত চক্র
আর উন্মাদ বৃষ্টি কোরক
অনবনমন এই পৃথিবীকে আমি ভুলে যাই
আমার নিঃসঙ্গতার পর্যায় কুকুরদের কণ্ঠনালে
অচিরাৎ মত্তরাগ নারী ঈশ্বরদের শিয়রে
আবার কোশেশ করে জীব।
সেই অনুত্তরে সব স্থিরীকৃত হয়
হি হি হি কুরক কুরক ত্রহি ত্রহি।
কোনো ধ্বনি ফিরে আসে না পাহাড়
সব তরঙ্গ উৎরে দেয়
পরিখাও ভুলে যায় নারী
শাসন করতো মৃত বন্ধুদের
জমিন উন্মত্ত শষ্য তোলবার
পাহাড় ধ্বংস হয়েছে রানীদের সাথে।

৩.

চড়ুইয়ের অশব্দ স্বরযান
কাক পাথর আর চিইই চিই চিইওই
পাথর দখল করে নেয় আমাকে এত উপরে
সেই গাছে পাতারা কালের হৃদয়ে আরূঢ়
রক্ত আকাশে মূর্ছিত, ঘূর্ণিত, উন্মাদ
তার কাছে পৌঁছে শব্দের ওপর শব্দ
আর সবকিছু নীরবতা
দৃক কৃক ত্রহি চিইইও চিইইও
চিরায়ত ভূমি, সংগীত বধির তারা হাওয়া
আলিঙ্গন থেকে দূরে
চ্রিইই চ্রিইই ত্রহি ত্রহি
গতিহীন এই বিন্যাস সংহার
তবু পাহাড়-হাওয়াকে বহন করতে শুরু করেছিল
ঝড়ের মনে উদ্ভূত ওই
রক্তগুলো
চ্রিইই চ্রিইই চিইই চিইই
চিইই চিইই চিইই চিইই।

৪.

পৃথিবীব্যাপী বেড়ে উঠেছে কাঠ-কাঠামোয়
ফুল দিয়ে ঘেরা সাম্পানে অদূর
চি-চি-চি ট্রিক ট্রিক ট্রিক
কিইইইঈ কিইইইঈ
কিইইইঈ কিইইইঈ
কিইইঈ কিইইঈ কিহ কিহ কিহ
ঘরগুলো প্রদক্ষিণ করি আমি
ঘূর্ণমান প্রজাপতিরা তাদের পাখা জমে গেছে
ভারী সমর নিঃশ্বাসে, কার্বনের মাঝে ফুলগুলো
প্রজাপতিরা ওই ছুড়িতে ।
এর প্রান্তে দক্ষিণে পৌঁছেছি আমি
তার মতো ও তার, তাদের, তার মতো
কেন্দ্র-প্রান্ত, প্রান্তহীন কেন্দ্র
এর অভ্যন্তরে দাঁড়ানো যায় না
বেলুন শিশুর হস্ত রেখায় উড়ছে
তার হাতের রেখা আমার মতো আর তার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //