এ কোন পৃথিবী আমাদের

অনর্থ উৎসবে আজ মেতেছে সময়;

দীঘল আকাশ জুড়ে অস্বচ্ছ কার্বন-আবৃত ঘনছায়া

ওই দূরে সীমান্তে বজ্রবিদ্যুতের অস্বচ্ছ ঝলকানি 

প্রায়ান্ধ করেছে আমাদের; 

মানুষের ধ্যানজ্ঞান ভেদবোধ ক্রম-অধোমুখী 

রক্তের শিরায় ধীর-প্রবাহিত অপকীট 

কিলবিল করে সারাবেলা;

সমাজকে তুড়ি মেরে ভিনপথে ছুটছে সময় আমাদের-

এ কোন সভ্যতা দেখি পৃথিবীতে আজ!


চেয়ে দেখো, নবীন প্রজন্ম-ছায়া লক্ষ্যহীন রোদ্দুরে কানামাছি খেলে

এই কোন শৌর্য-সৌধ নির্মাণের প্রতীক্ষা মানুষের? 

পরাশক্তিধর হাত বোধহীন অপক্রিয়াশীল মোহে মত্ত এখন 

পরমাণু অস্ত্রখেলা ওপেনসিক্রেট। 

আমরা কি সভ্যতার মুখে কালিমা লেপন করে দেবো? 

দেখিজ্জভোরে নীলাকাশ প্রজ্জ্বলন্ত লাল 

চারপাশে মাতাল উৎসব, কানামাছি চোখ-

এ কোন পৃথিবী আমাদের!

মানুষ বোঝে না 

নীলিমা ধ্বংসের দায় মাটিও নেবে না কোনোদিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //