প্রাণসংহারের ভয়ে রাজসিক দৈত্যকে কৌশলে বিতাড়িত করলাম,
আমার নিয়ন্ত্রক হিসেবে মস্তিষ্কে আসন পেতে দিলাম বিশ্বস্ত দেবদূতকে-
এবার নিশ্চিন্তে ঘুমাতে পারব নিশ্চয়ই।
একদিন ঘুম থেকে উঠে দেখি আমার মস্তিষ্ক কাটা পড়ে গেছে-
আসনটাতে দিব্যি বসে আছেন মহামান্য দেবদূত,
তার মাথায় শিরস্ত্রাণের বদলে আমার হীরার মুকুট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : স.ম. শামসুল আলম কবিতা সাহিত্য
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh