মিথ্যের মানপত্র

‘সত্যি বলছি, আমি কখনও মিথ্যে বলি না!’
এর থেকে বড়ো মিথ্যে, আর কী হতে পারে?
বিশ্বাস করুন, আমি সত্যি-সত্যিই জানি না।

স্বার্থের লোভে একেক সময়-একেক রূপে
জন্ম নেয়া মিথ্যের, প্রতিনিয়ত মৃত্যু হয়;
মৃত্যুর প্রাক্কালে অভিনব বাঁচার কৌশল!
বরাবরই হার মেনেছে ওই নিয়তির কাছে;
যে সত্যির ভিন্নতর কোন রুপ নেয়, মৃত্যু নেই
কোন শক্তি নেই, চেপে রাখতে পারে তাকে।

মানুষ মরবে, সত্যি কথা বলবে, এ স্বাভাবিক।
অস্বাভাবিকভাবে বেঁচে থাকা কোন মানুষের,
একে স্বাভাবিক প্রক্রিয়া-ভেবে নেয়াই মিথ্যে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //