ইয়াজুজ-মাজুজ

আমি তো লিখতে ভুলে গেছি

আমার কলমে আর কালি ঝরে না- কেবলই রক্ত!

এক ফোঁটা পানিও আর অবশিষ্ট নেই; ভূমধ্যসাগরে

জায়নবাদ শুষে নিচ্ছে সবটুকু,

মানে না কোন রোজা, ঈদ, নামাজের ওয়াক্ত।

আল আকসা- প্রিয় প্রথম কিবলা আমার,

কতটা ক্ষত বিক্ষত হলে ঘুম ভাঙ্গবে বিশ্ব বিবেকের

গনতন্ত্রের ধ্বজাধারী মার্কিন মুলুক ইহুদি তোষণে

দেখে না ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকার।

ছাদখোলা কারাগারে বন্দী মজলুমের আর্তচিৎকার

গাজার বুকে ডুকরে মরে আরাফাতের হাহাকার।

কোথায় ওমর, কোথায় আলী, কোথায় মোহাম্মদের উম্মাত

রুখে দাও, দাঁড়াও পাশে মজলুমের, নাও দৃপ্ত শপথ।

জ্বলছে আগুন গাজার বুকে, মুসলিমের বুকে নয় কী

দুধের শিশু উঁচিয়ে ধরে ঈমানদারের ঝান্ডাটি;

শোন তবে পাষাণ মানুষ অবুঝ শিশুর দোষটা কি

ইয়াজুজ-মাজুজ গিলে খাচ্ছে ফিলিস্তিনের ভিটেমাটি।


রুবু মুন্নাফ

১৮-০৫-২০২১

বনশ্রী, ঢাকা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //