কবিতা
মন্ত্রীঃ
আমলাগণ; ছাত্র-ছাত্রীরা কেন করেছে আন্দোলন?
আমলাঃ
মাননীয় মন্ত্রী; তারা করেছে কোটা প্রথার বিরোধী।
মহামন্ত্রীঃ
মেনে নাও, মেনে নেও তাদের দাবি।
আমলাঃ
কি বলেন! কি বলেন! মাননীয় মহামন্ত্রী
সাধারণ জনতা হবে দেশের কাণ্ডারি!
মানি না, মানি না, তাদের এই দাবি।
মহামন্ত্রীঃ
কত বড় সাহস ওরে আমলা তোদের
মুখের উপর কথা বলিস আজ মোদের
ভুয়া সনদ, আরো কত কী
চাকরি দিয়েছি তোদের, আর চাস কী?
আমলাঃ
আমরা আছি আমরা থাকবো যুগ পরম্পরায়
কোটা যদি তুলে নেও, কেমনে থাকবো মোরায়
আমাদের নাতি আছে, আছে তাদের কিছু দাবি
দেশ চালাবে তারা, তাদের হাতে থাকবে দেশের চাবি
আমাদের ভুয়া বলে লাভ নেই মহামন্ত্রী
ভোট ছাড়া গদি করেছো নিজেদের দাবি
আমাদের ভাগ্যে যদি লাথি দেও মাননীয়
মানবো না তোমাদের এই মন্ত্রীত্ব।
মহামন্ত্রীঃ
হয়ে মহামন্ত্রী, কি জ্বালা হলো বলো মন্ত্রীগণ
এতো যন্ত্রণা আর সহ্য করবো আমি কতখন?
মন্ত্রীঃ
ভয় নেই, ভয় নেই, মহামন্ত্রী শোনেন দিয়ে মন
বলে দিন, মানি না এই দাবি, ওরে দেশের জনগণ
করেন কিছু গুলিটুলি, মরুক কিছু জন সাধারণ
ভয়ে পিছু হটবে, ঘরে দিবে তালা, দেখবেন তখন
কিসের মিছিল, আর কিসের মিটিং
থাকবে না আর কোন কোটা বিরোধী আন্দোলন
ভয়ে পালাবে সাধারণ শিক্ষার্থী আর জনগণ
মজায় মজায় দেশ চালাবো আমরা তখন।
মহামন্ত্রীঃ
তাই নাকি! তাই নাকি! বলেছো তো ঠিক!
স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ আছো ভাই কোথায়
গুলিটুলি করো কিছু, দায়িত্ব পালনে হয়ো না পিছু
দমাবে বলো কে নতুন করে এবার আমায়।
প্রশাসনঃ
সাঁ সাঁ গুলি হয় মরে কত জনগণ
শিক্ষার্থীও আছে তাদের মধ্যে হাজার হাজার জন
সামাজিক মিডিয়ায় হয়েছে ও হচ্ছে তার বহু প্রচার
দেশের জনগণ কেনো যেন হয়েছে এক এবার
এক মারি, এক মরে, লাখ লাখ জনতা উঠে পরে
এতো তো গুলি নেই আমাদের সমর ভাণ্ডারে!
মহামন্ত্রীঃ
বলো, বলো তাহলে করি কি উপায়?
প্রশাসন ও আমলাঃ
নেট যদি বন্ধ থাকে সমাধান হবে তার অর্ধেক প্রায়
স্কুল কলেজ বন্ধ হোক আজ নিশিতে সন্ধ্যায়
বাড়ি বাড়ি হামলা আজ করবো যে আমরা
রাতে বিদ্যুৎ থাকবে না, ঘরে ঘরে হবে মামলা
তারা সাজা পাবে, বুঝবে আবার তখন
এদেশে আমলাই সব, থাকবে না আর কোন প্রতিবাদী জনগণ
কী বলেন মহামন্ত্রী? হাতে হাত মিলান সুযোগ থাকতে এখন।
মহামন্ত্রীঃ
ঠিক তাই, ঠিক তাই; ওরে মন্ত্রীগণ, করো আয়োজন
আমলা আর মন্ত্রী মিলে হবে এই স্ব-দেশ শাসন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সংলাপ তাদের কবিতা শাবলু শাহাবউদ্দিন নতুন কবি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh