চায়ের চুমুকে গল্প জমা বিকেল--
কোলাহলের তীর ভাঙা হাসির তোলপাড়,
মাধবী মালতীর সন্ধিক্ষণে মাতোয়ারা গোটা
তাজা প্রাণ।
মনের বন্দরে হোঁটচ খায় ভালোবাসা--
নোঙর ছিঁড়ে স্বপ্নরঙিন একঝাঁক মুক্ত বলাকা,
টান টান উত্তেজনায় দিগ্বিদিক ছুটে চলে
আনমনে।
গল্প তবু ফুরাবার নয়--
মেঘের রাজ্যে হাত বাড়ায় নিয়মের ব্যতিক্রমে,
হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার হৃদয়ের রাজপ্রাসাদ।
ভেসে আসে গান তরী--
অমরত্বের বিরুদ্ধে অভিযোগ পত্রের আহ্বান,
বিকেল গড়িয়ে সন্ধ্যার নিমন্ত্রণে জন্মান্তরের বাসনা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নকুল শর্ম্মা গল্প ফুরাবার নয়
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh