আয়না ব্লকেড
ঢোক গিলতে নিলেই গলায় আটকে যাচ্ছে রাষ্ট্র
বমনোদ্যত ছোটাছুটিগুলো পাক খাচ্ছে অন্ত্রে
নিষ্ফল উদ্রেকের প্রণিধান আঘাতে পড়ে আছি ছত্রভঙ্গ
ঘটে চলছে আত্ম-অবমাননার অভ্যন্তরীণ রক্তবমি
বাতি নেভানো ঘরের বেসিন থেকে বেসিনে শুধু
ছুটে যাচ্ছি আচম্বিৎ আর ফিরে আসছি তাড়া খেয়ে
অকালমৃতদের বিম্বিত মিছিল ধ্বনিত হচ্ছে আয়নায়
অবরুদ্ধ করে রেখেছে তারা সকল জীবিত চেহারা
২৯ জুলাই ২৪
ইত্যবসর
আজও আমি কর্মসূচিহীন, প্রতিদিন রাত জাগা ভোর
আজও তবু হই না কারোর, কী এক খেয়ালবশতই
যেন তবু বেঁচে আছি আগে থেকে বেঁচে থাকাকেই
মান্য করে ইগনোর করে কখনো-বা না চেনার মতো
অঙ্গভঙ্গি ছুড়ে দিয়ে আসি খর দিগন্তের দিকে
কী এক মিলিয়ে যাওয়া দেখি শুধু, আত্মবিনাশের
ঢাকঢোল শুনতে পাই যেখানেই পাতি না কেন কান
যত না এ-বিমর্ষতা রাসায়নিক কার্যবিবরণী
তার চেয়ে অধিক কোনো বিদেহী ধ্বনির হস্তক্ষেপ
যদিও তা কী বোঝাতে কী বুঝিয়ে আসে বহুকাল
ভুল যদি ভেঙে যায় সেই ভুলই জোড়া দিতে বসি
১২ আগস্ট ২৪
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh