আলবেলা আঁধারের উৎসব

তারপর, এক নিষিদ্ধ নগরের চাবি হাতে উঠে দাঁড়ালে 
খুব ধীরে চার পা হেঁটে গিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে 
খুলে ফেললে বন্ধ দরজা, অবাক হবারই কথা 
আমরা যারা ভন ভন শব্দ তুলে গল্প করছিলাম 
তাদের মাথায় ছিল না এমন কিছু একটা ঘটবে 

গল্পের বিষয় পালটে যায়, এবার তুমি এবং তোমার চাবি 
কারসাজি আলবেলা আঁধারের ভরপেট বুভুক্ষ উৎসব 
ভেবে পায় না, কী করে তুমি সেই চাবি খুঁজে পেলে 
কাজে লাগালে। যা ছিল পলাতক 

নগরে নগরে ঢেউ, আধভাঙা স্বপ্নের কারিগরি বিদ্যা 
কিছুতেই ঘুমোতে দেয় না, ঘুমও আসে না 
আসে মহাকালের উলটো নামতা কলরব
আধখানা প্রশ্ন এবং পুরোপুরি অবজ্ঞা কৌতূহল 
তবু মনে রেখো এসব কিছুর পরও তোমার এই 
বন্ধ দরজা খোলার বিষয়টা কাঁটা হয়ে বোঁ বোঁ ঘুরছে 
অনেকের নিদ্রার ভিতর 
এখন তুমি সেইখানে বসবাস করো 
কারও ভয় কিংবা মেঘদল হয়ে  


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh