বিভেদবাড়িতে জনসভা করে সজনী সখিরা মিলে
গণতন্ত্র লুটোপুটি খায় কাঁকর মেশানো ঝিলে
আলো-আঁধারির গহিনে বিষাদে বিছিয়ে শীতলপাটি
শোলক বলার কাজলা দিদিরা আজও হতে চায় খাঁটি
বিশেষকজন বৃন্দ আবেশে ধ্রুপদি প্রহর গোনে
অভাগী বধূয়া নকশি জমিনে দীপাবলি সুখ বোনে
শিল্পরুচির অভাবে হারায় প্রতিভার চারুকলা
কথাখেলাপির দিন নিয়ে হয় বিষাদিত পথ চলা
ডিজিটাল মন ভাবনা বিলাসে হতে চায় শুকতারা
নাগনীসখিরা আগুনে পোড়ায় সততার নীতি-ধারা
বাকস্বাধীনতা হয়ে গেছে দূর যাযাবর নভোচারী
চেতনা বিনাশী মতবাদে পোড়ে প্রগতির ঘরবাড়ি
বোধের কাচেও মরচে ধরেছে মূর্খতা আছে ঘিরে
আদর্শলিপির সেই শুভদিন আর কি পাবো না ফিরে?
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আর কি পাবো না শাহানারা ঝরনা কবিতা সাহিত্য
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh