ব্যস্ত নগরীর ব্যস্ত সড়ক
দূরপাল্লার পরিবহনের সাথে কেউ
মধ্যরাতেও কথা বলেন।
গাড়ি আসে, থামে।
পথচারীর পায়ে হুইসল বাজে, বিস্ময়!
সড়কের দু’ধারে গাড়িগুলো ঘুমোলে
ডাস্টবিনে লুকিয়ে রাখা হাড়গুলো
হেঁটে হেঁটে আসে;
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে শীতের পোনা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শীতের পোনা মুহাম্মদ রফিক ইসলাম কবিতা সাহিত্য
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh