রূপসী অঘ্রান

অঘ্রানেতে ধান পেকেছে
গাঁয়ের খোলা মাঠে
কৃষক শ্রমিক মজুর কিষাণ
আনন্দে ধান কাটে।

কৃষাণিরা ব্যস্ত ভীষণ
রাখবে কোথায় সোনা
নাওয়া-খাওয়া ঘুম ছেড়েছে
স্বপ্নে জীবন বোনা।

নতুন ধানের পিঠে-পায়েস
নবান্ন উৎসব
শিশুরা আজ পাখির মতো
করছে কলরব।

এই যে তোমার আমার প্রিয়
সোনার বাংলাদেশ
রূপে-গুণে অপস্বরী সে
আহা! দারুণ বেশ।

ধন্য আমি এমন দেশের
অভাগা একজন
ধ্যানে-জ্ঞানে গাঁয়ের মাঠে
থাকে পড়ে মন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh