দূর হতে হাতছানি দেয় আকাশ;
কিছুটা পাহাড়, তার উপরে বাসি মেঘ
আরো উপরে তোমার পুরোনো ছবি।
ওখানে নাটকীয়তা ছিল
স্বলজ্জ কিশোরী মুখ, ঈষৎ ভেজা ঠোঁট
নাটকের শেষটা শহরের কোলাহলে স্বকীয়তা হারিয়েছে,
শীতের প্রকরণে জমে গিয়েছিলাম প্রায়
পাহাড়ের দেশে এভাবে শীতেরাও জমে ওঠে ঝমঝমিয়ে
আমার বুকের শীতে সেদিন কেঁপে উঠেছিল দূরের পাহাড়, আর
তুমি কেঁপে উঠেছিলে ঋতুর আহ্বানে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শীতের গল্প কবির বিটু কবিতা সাহিত্য বাংলা কবিতা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh