প্রিয় বান্ধবী

হৃদয়ে আঁকা তোমার ছবি 
সুন্দরতম সত্য- তুমি আছ 
হৃদয়জুড়ে; এই বড় সুখ

মনের মতন যা কিছু তোমার 
সে সবই রেখো হৃদয় কোণে, 
যেও ভুলে পুরোনো আমায়।

ফেলে আসা গ্রাম; ফেলে আসা মন 
ভেঙে যাওয়া বাড়ি; মাথাভাঙার কিনার,
ভুলে তো গেছ; আরো ভুলে যেও- 

তবুও সত্যটা রেখ জেনে
বেসেছিনু ভালো, এখনো বাসি, 
তুমি না বাসিলেও, বাসব ভালো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh