শীতের অরণ্যে খুঁজি

নাগরিক চাতুরির প্রবল ঘূর্ণিতে 
দিগভ্রান্ত এক অন্ধ পথিকের মতো
আজও শীতের অরণ্যে খুঁজি 
সেই প্রিয় নাম। 

যে নামে নিবিড় হতো বৃক্ষের উত্থান
ভীষণ উঠত কেঁপে হরিৎ পত্রালি 
স্মৃতি-বিস্মৃতির ঝরে ক্লিষ্ট শীতের অরণ্যে 
আজও খুঁজি দুর্নিবার  
সেই প্রিয় নাম। 
বৃক্ষের আদল ভেবে শাণিত চাবুক 
যেভাবে বিচূর্ণ করে গ্রাহ্যতার সীমা 
তেমনি আমিও; 
হৃৎপিণ্ড ছিন্ন করা সে নামে এবার দেব
রক্তিম মূর্ছনা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh