চন্দনের তিলক কপালে

কারো কোমল অথবা বিশ্বস্ত অথবা নিষ্কামপ্রেম, 
অথবা নিখাঁদ অভ্যর্থনা অথবা ইন্ডিজিনাস কোনো রিচুয়ালস, 
অথবা আবহমান গ্রামীণ সমাজের নিস্বার্থ আতিথেয়তার ক্ষয়িষ্ণু পরম্পরা,
অথবা, আদিমতম-গভীরতম জৈবিক তাড়না 
অথবা শ্রেণিহীন সমাজের আকাঙ্ক্ষায় সাময়িক বিদ্রোহ;

অথবা, রূপকথার চলচ্চিত্রের মতো, মৎস্যকুমারীর প্রেমাকাঙ্ক্ষা 
অথবা স্বপ্নে দেখা রাজকন্যা, না হয়-রাজকুমার, 
অথবা তাকে একান্ত নিজের করে পাবার- প্রায়সম্ভব অথবা অবাস্তব অভিমান। 

অথবা, এর থেকেও আরো কোনো ভালোবাসা অথবা অনুভূতি যদি থাকে
তাহলে তাও যোগ করতে পারো; তবুও, তা হবে না তার সমান, 
যতটা ভালোবাসি তোমাকে!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh