Logo
×

Follow Us

রাজনীতি

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ আ.লীগের দোয়া-মোনাজাত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১৩:০১

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ আ.লীগের  দোয়া-মোনাজাত

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ আ.লীগের দোয়া-মোনাজাত । ফাইল ছবি

সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আজ শুক্রবার (২৬ জুলাই) সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা সারা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া আগামী ২৮ জুলাই দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করবে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫