Logo
×

Follow Us

রাজনীতি

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৪০

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বলেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকে দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে৷ ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।”

এনসিপি প্রসঙ্গে ফখরুল বলেন, “এলাকায় একটাও এনসিপি নাই৷ সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বুঝে না৷ এসবের কারণ ভোট পেছানো৷ যেসবে একমত, সেগুলোর দায় নেব- অন্যকিছুর দায় আমরা নেব না৷”

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যে বিএনপি মহাসচিব বলেন, “দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন৷ এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না৷”

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫