ঢাকার ঐতিহ্য ফেরাতে চান তাপস

রাজধানী ঢাকার ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, প্রথমেই হলো আমাদের ঐতিহ্যের ঢাকা। এই ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের ঐতিহ্যের ঢাকা গর্বের ঢাকা। সেই গর্ব ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) পুরান ঢাকা এলাকায় নির্বাচনী প্রচারে নেমে তিনি এই অঙ্গীকার করেন। বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি।

তাপস বলেন, আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে এবং কাউন্সিলরদের নির্বাচিত করে জনগণ তাদের সেবক হিসেবে দায়িত্ব দেবে এটায় আমরা আশা করছি।

আজ দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাপস। এরপর চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করবেন এই মেয়র প্রার্থী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //