জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ বেশি শক্তিশালী: রাঙ্গা

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ আরো বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের পালিচড়া এলাকায় মজিদা খাতুন কলেজ প্রাঙ্গণে সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, এরশাদ মারা গেছেন, তাই তারা ভেবেছিল এখন আর রংপুর জাপার দুর্গ থাকবে না। কিন্তু তারা জানে না জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ আরও বেশি শক্তিশালী। রংপুরে জাপার দুর্গ আছে, ভবিষতেও থাকবে। আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের ২২টি আসনেই জাপার দখলে আসবে।

তিনি আরো বলে, এরশাদ ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের যে উন্নয়ন করেছেন তার আগে কেউই এত উন্নয়ন করতে পারেনি। তিনি সব সময় বলতেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সে জন্যই তিনি উপজেলা পদ্ধতি চালু, মহকুমাকে জেলা করাসহ প্রত্যান্ত অঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন করেছেন।

সরকারের খারাপ কাজের বিরোধিতা আর ভালো কাজের প্রশংসা করতে চান উল্লেখ করে রাঙ্গা বলেন, সংসদে অশ্রাব্য ভাষায় গালাগাল করা, মাইক ভেঙে ফেলার নাম যদি বিরোধীদল হয় তাহলে আমরা তেমন বিরোধী দল হতে চাই না।

রংপুর সদর উপজেলা জাপার নেত্রী কাজলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাপার সদস্য সচিব মিলনসহ অন্যান্য নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : জাপা রাঙ্গা

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //