সিটি নির্বাচনের প্রচারণায় সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের মাঠে ক্লান্তহীন প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। দুই সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জেতানোর লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক 'ডোর টু ডোর' প্রচারণা করছে বাংলাদেশ ছাত্রলীগ এর গুরুত্বপূর্ণ ইউনিটটি। দুই মেয়র প্রার্থীর আগামী দিনের গুরুত্বপূর্ণ এবং প্রধান প্রতিশ্রুতিগুলোকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছেন ইউনিটের সক্রিয় নেতাকর্মীরা।

তাছাড়া নির্বাচনি প্রচারণার শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহ সংসদ দ্বারা নির্বাচনকালীন কর্মকান্ড পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ এবং সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটকে দুই সিটি কর্পোরেশনে সহকারী সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

এই প্রসঙ্গে ইউনিটের সভাপতি জাহিদ হোসেন পারভেজ বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমাকে ও সাধারণ সম্পাদক সম্রাটকে প্রচারণা সমন্বয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহকারি সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। এরপর আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংলগ্ন দুই সিটির ৩৬টি ওয়ার্ডে সমন্বয় টিম করে দিয়েছি। সেই টিমগুলো যার যার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডগুলোতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে।'

সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, 'কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা প্রথম দিন থেকেই কাজ করছি। ইতিমধ্যে ৩৬ টি ওয়ার্ডে সমন্বয় টিম গঠন করে নৌকা মার্কায় ব্যাপক প্রচারণা করা হয়েছে। ভীষণ ইতিবাচক সাড়া পেয়েছি। অতীত আস্থা থেকে নগরবাসী পুনরায় আওয়ামী লীগ মনোনীত যোগ্য প্রার্থীদের নগরের সেবক হিসেবে নির্বাচিত করতে চাই। আজকে শেষ দিন পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।'




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //