লাইফ সাপোর্টে এমপি হাবিবুর রহমান মোল্লা

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা (৭৮) লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন।

তার ছেলে মাহফুজুর রহমান মোল্লা গণমাধ্যমকে বলেন, বাবা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছেন। কয়েকদিন আগে অবস্থার অবনতি হয়। এজন্য হাসপাতালে আনা হয়েছে।

তার আরেক ছেলে রায়হান জামিল বলেন, ‘বাবা লাইফ সাপোর্টে আছেন এখনো। আপাতত স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। আমি এইমাত্র স্কয়ার থেকে আমার স্ত্রীকে নিয়ে এলাম। এখনো ডাক্তার আমাদের কিছু বলেননি। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

অনেকেই বলাবলি করছে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে রায়হান জামিল বলেন, ‘আমার বাবার লাইফ সাপোর্ট যদি খুলে দিতে হয় আমার অনুমতি নিতে হবে। কারণ আব্বার অথরিটি বা রেস্পন্সিবিলিটি হলো আমার নামে। লাইফ সাপোর্ট এখনো খোলেনি। তবে আব্বার প্রেসার ফল্ট করছে। তিন-চারটা মেডিসিন চলছে, আর কিছু নয়। তবে অবস্থা বেশি ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে হচ্ছে এটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী এইমাত্র তাকে দেখে বাসায় এলাম।’

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিনবারের সংসদ সদস্য।

হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //