করোনায় বিএনপি নেতা কবীর চৌধুরীর মৃত্যু

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নেতা কবীর চৌধুরী (৮৬) করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব এ তথ্য জানিয়েছেন।

কবীর চৌধুরীর হৃদরোগসহ বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতা ছিল উল্লেখ করে ডা. রব জানান, গত শনিবার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তবে গতকাল সোমবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন তার বড় ছেলে শরাফুদ্দিন কবির আনিস।

তিনি বলেন, আজ বাদ আছর আনোয়ারা উপজেলার বটতলী এলাকার পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।

কবীর চৌধুরী জেলা আইনজীবী সমিতির সভাপতি ছাড়াও বার কাউন্সিলের সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে আনোয়ারা সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি।

ডা. আব্দুর রব বলেন, এর আগে সকালে আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে করিম উল্লাহ নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //