সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা 'সঙ্কটজনক' বলে জানা গেছে। 

শুক্রবার (০৫ জুন) দুপুরে নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, "গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। আজ (শুক্রবার) ভোরে তীব্র আকারে ব্রেইন স্ট্রোক হলে তার অবস্থার অবনতি হয়। এরপর আজ সকালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রপোচার করা হয়।"

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।

তানভীর শাকিল জয় বলেন, ‘করোনায় আক্রান্ত হলেও আব্বার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। আজ সকালে আব্বাকে কেবিনে নেয়ার কথা ছিল।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচার করা হয়। নিউরো সার্জন অধ্যাপক রাজিউন হকের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আগামী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন হসপিটালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

এদিকে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ এ রয়েছেন। রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, নাসিম ভাইয়ের পুত্র তানভীর শাকিল জয় ও অধ্যাপক ডা. রাজিউল হকের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন।’

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে (২০১৪-২০১৮) পর্যন্ত তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //