করোনায় আক্রান্ত খন্দকার মোশাররফ; আইসিইউতে সাহারা খাতুন

ফরিদপুরের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে গণমাধ্যমকে করোনা আক্রান্তের খবরটি নিজেই নিশ্চিত করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ। তিনি মানসিকভাবে ঠিক আছেন জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এ সময় বর্ষীয়ান এই নেতা সকলের দোয়া চেয়েছেন।

এদিকে, জ্বর ও বার্ধক্যজনিত জটিলতার কারণে  গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুনকে। শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার বলেন, ‘আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরা তাকে আইসিইউতে নিয়ে যান।’

প্রসংঙ্গত, গত তিন মেয়াদ ধরে সাহারা খাতুন ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //