ধর্ষকদের সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ

সিলেটের এমসি কলেজের ঘটনা প্রসঙ্গে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ধর্ষকদের আদালতের/ বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত বলে মনে করেন তিনি। অপরাধীদের অপরাধকে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

দুর্নীতি এবং নারী নির্যাতনের মহামারি চলছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে হানিফ বলেন, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। দুর্নীতিবাজদের পক্ষে বিএনপির অবস্থান।

হানিফ বলেন, দেশের জন্য, জনগণের জন্য যা বলেন তা করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীর বিচারে কোনো বাধা শেখ হাসিনাকে দমাতে পারে নাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //