হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে রিজভী হৃদরোগে আক্রান্ত হন। তিনি বর্তমানে ল্যাবএইড হাসপাতাল সিসিইউতে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ডাক্তারা তাকে অবজারবেশনে রেখেছেন। 

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রিজভীর চিকিৎসার সার্বিক খোঁজ-খবর রাখছেন।

রিজভীর অসুস্থতার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবগত করা হয়েছে বলেও জানান শায়রুল।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রিজভী। এছাড়াও তিনি পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //